জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীর দাগনভূঞা থানা কর্তৃক বিশেষ অভিযান (ব্লক রেইড) পরিচালনা করে সাজাপ্রাপ্ত ০২ আসামীসহ ০৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে দাগনভূঞা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান (ব্লক রেইড) পরিচালনা করে চন্দ্রপুর গ্রামের জাফর আহাম্মদের ছেলে ০১ বছর সশ্রম কারাদন্ডভুক্ত আসামী মোঃ আলী বাবু ও উদরাজপুর গ্রামের আবুল হাসেমের ছেলে ০৩ মাসের সাজা ও ৫,০০,০০০/-টাকা অর্থদন্ডভুক্ত আসামী বাবলুকে গ্রেফতার করেন। এছাড়াও জিআর পরোয়ানাভুক্ত আসামী টিপু সুলতান, শিল্পী বেগম এবং সিআর পরোয়ানাভুক্ত আসামী কবির আহাম্মদ(৪৫), মীর আকরাম হোসেন ফাহাদ(২৩) ও জাবেদ হাসান দিদার(২২) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, আসামীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Attachments area
দাগনভুঞায় ৮ আসামী গ্রেফতার

আরও পড়ুন
নভেম্বর মাসে বাংলাদেশ ১ দশমিক ৯৩ বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে: বাংলাদেশ ব্যাংক
৩ দিনে ১১টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে: ফায়ার সার্ভিস
চট্টগ্রামে সিইসির কুশপুত্তলিকা দাহ