October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 27th, 2023, 3:44 pm

দাগনভূঞায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী :

দীর্ঘ ২১ বছর পলাতক থাকার পর ১১ মামলার সাজা ও পরোয়ানাভুক্ত ১ আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ।
ধৃত আসামী দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে কামাল উদ্দিন (৬৪)।

পুলিশ জানায়, ধৃত আসামীর বিরুদ্ধে ১১ টি সিআর মামলায় সাজা ও পরোয়ানা রয়েছে। সে দীর্ঘ ২১ বছর ধরে আত্মগোপনে ছিল। সে রাজধানীতে অবস্থান করছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দাগনভূঞা থানার এসআই মোঃ ফরহাদ কালাম সুজন ও এএসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনাকালে রাজধানীর খিলক্ষেত এলাকা হতে তাকে গ্রেফতার করে দাগনভূঞা থানায় নিয়ে আসে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন জানান, ধৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।