October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 1st, 2021, 6:47 pm

দাগনভূঞায় জাতীয় যুব দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী:
যুব উন্নয়ন অধিদপ্তর দাগনভূঞা উপজেলা শাখার আয়োজনে জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋনের চেক বিতরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া।
পরিসংখ্যান কর্মকর্তা বিপ্লব চক্রবর্তীর সঞ্চালণায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) গাজালা পারভিন রুহি, ভাইস চেয়ারম্যান মো. শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবায়েত বীন করিম, মুক্তিযোদ্ধা পেয়ার আহমেদ, দাগনভূঞা প্রেস ক্লাব সাধারণ সভাপতি ইমাম হাছান কচি, থানার সহকারি পুলিশ পরিদর্শক সুমন বড়ুয়া, তরুন সংঘের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফিরোজ, সফল আত্মকর্মী মো. আকবর হোসেন ও ইয়ারপুর মহিলা কল্যান সমিতির সভাপতি হোসনেয়ারা কাওসার প্রমুখ। অনুষ্ঠানে ৬ আত্মকর্মীকে ঋণ প্রদান করা হয় ও বিভিন্ন প্রশিক্ষনার্থীকে সনদ প্রদান করা হয়।