জেলা প্রতিনিধি, ফেনী :
মহান জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সকালে আতাতুর্ক স্কুল অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ০৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সহকারি কমিশনার (ভূমি) গাজালা পারভিন রুহি, থানার ওসি মো. হাসান ইমাম ও মুক্তিযোদ্ধা এম এ রব প্রমুখ। অনুষ্ঠানে ১৪০ জন মুক্তিযোদ্ধা ও ১৬০ জন মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।
আরও পড়ুন
নারায়ণগঞ্জে আগুনে আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ২
বান্দরবানের থানচিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪৭ দোকান
দুর্ঘটনাপ্রবণ সড়কে পরিণত হচ্ছে এক্সপ্রেসওয়ে