December 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 27th, 2022, 8:23 pm

দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে চেক রিপাবলিক

অনলাইন ডেস্ক :

বড় একটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে চেক রিপাবলিক। এমন পরিস্থিতিতে পুরো দেশের বাসিন্দাদের ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে দেশটির ফায়ার ব্রিগেড।গত রোববার থেকে জার্মান সীমান্তবর্তী বোহেমিয়ান সুইজারল্যান্ড ন্যাশনাল পার্কের একটি অংশে দাবানল শুরু হয়েছে। রেকর্ড তাপমাত্রা এবং শুষ্ক পরিস্থিতি, জোরালো বাতাসে সারাদেশে ছড়িয়ে পড়েছে এই দাবানলের ধোঁয়া।দাবানলে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে। আর প্রায় একশ’ কিলোমিটার দক্ষিণে রাজধানী প্রাগে পৌঁছে গেছে ধোঁয়ার গন্ধ। এ ছাড়া ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পারডুবিস এলাকাতেও ধোঁয়া শনাক্ত করা গেছে। মেজনা গ্রামের জঙ্গলের দাবানল নিয়ন্ত্রণ ও বাড়িঘর রক্ষায় মোতায়েন করা হয়েছে হাজার হাজার দমকল কর্মী। এ ছাড়া জার্মান সীমান্তের আরেকটি গ্রাম হেরেনস্কোও দাবানলের ঝুঁকিতে রয়েছে। এসব এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে বহু মানুষ। ধোঁয়া খবর সামাল দিতে হিমশিম খেতে শুরু করে চেক ফায়ার সার্ভিস। এর জেরে আগুন দেখা যাওয়ার আগ পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ না করতে চেক নাগরিকদের আহ্বান জানিয়েছে তারা। দাবানলের জন্য মানুষের অসংবেদনশীলতাকে দায়ী করা হচ্ছে।এলবে নদী থেকে পানি নিয়ে চেক হেলিকপ্টারগুলোকে দাবানলের দিকে আগাতে দেখা গেছে। ইউরোপীয় ইউনিয়নের বেসামরিক প্রতিরক্ষা নীতি অনুযায়ী দাবানল নিয়ন্ত্রণে চেক প্রজাতন্ত্রে ছুটে যায় স্লোভাকিয়া, পোল্যান্ড, ইতালি ও জার্মানির ফায়ার সার্ভিসের কর্মীরা। চেক প্রজাতন্ত্রে দাবানলে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রোববার থেকে এসব এলাকা থেকে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। প্রধানমন্ত্রী পেত্রে ফিয়ালা মঙ্গলবার দাবানল কবলিত এলাকা পরিদর্শন করেছেন।