November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 10th, 2023, 7:46 pm

দাবি আদায়ে ঝিনাইদহে বিসিএস শিক্ষা সমিতির কর্মবিরতি শুরু

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণসহ ৬ দফা দাবি আদায়ে ঝিনাইদহে তিন দিনের কর্মবিরতি শুরু করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

মঙ্গলবার সকাল থেকে ঝিনাইদহ সরকারি কেসি কলেজসহ জেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মবিরতি পালন শুরু করেছেন শিক্ষকরা। আজ সকালে সরকারি কেসি কলেজে ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষকরা।

এতে বক্তব্য দেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটের সভাপতি ও সরকারি কেশব চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ইউনুস আলী, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটের সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মাসুদ ইসলাম, প্রদীপ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আহসানুল করিব, কলেজ ইউনিটের সম্পাদক আব্দুর রশিদসহ অন্যান্যরা।

এদিকে শিক্ষকদের কর্মবিরতির কারণে বিপাকে পড়ে দূর থেকে আসা শিক্ষার্থীরা। সকাল ৯টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের কর্মবিরতির কারণে অনেককে বসে থাকতে দেখা গেছে কলেজ প্রাঙ্গণে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

—-ইউএনবি