December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 3rd, 2021, 6:54 pm

দামিনির সঙ্গে অভিমন্যুর চুম্বনের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক :

কিছু দিন আগে অবসর যাপনের জন্য প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে মালদ্বীপ গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার সঙ্গে ছিলেন পুত্র অভিমন্যু ও তার প্রেমিকা দামিনি ঘোষ। এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল টলিপাড়ায়। এবার দামিনির সঙ্গে অভিমন্যুর চুম্বনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল। এতে দেখা যায়Ñপাশাপাশি বসে আছেন দামিনি-অভিমন্যু। মোবাইল অ্যাপসের মাধ্যমে মুখে বেশ কটি স্টিকার লাগিয়েছেন তারা। একপর্যায়ে দামিনির ঠোঁটে চুমু খেতে দেখা যায় অভিমন্যুকে। ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের অধিকাংশ কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। টেনে এনেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকেও। তার চরিত্র নিয়েও চলছে সমালোচনা। দামিনি ঘোষের সঙ্গে দীর্ঘ চার বছর ধরে প্রেম করছেন অভিমন্যু। চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানান তিনি। এ ঘোষণার পর শ্রাবন্তী চ্যাটার্জি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেছিলেনÑ‘আমি জানি মেয়েটি ঝিনুকের (অভিমন্যু) বান্ধবী। এই বয়সে তো এ রকম হবেই।’