September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 22nd, 2023, 5:30 pm

দিনাজপুরে দেড় কেজি হেরোইন ও দেশীয় অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৩

দিনাজপুরের বিরলে দেড় কেজি হেরোইন এবং দেশীয় অস্ত্র জব্দ করার দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার উপজেলার দামাইল ঝলঝলি পাড়া গ্রামে অভিযান চালান র‍্যাব-১৩ এর দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানির সদস্যরা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফাহিমুর রহমান ফান্টু (২০) এবং তার দুই ভায়েস্তা খানসামা উপজেলার রামনগর গ্রামের হাবিবুর রহমানের দুই ছেলে সোহেল রানা (২৫) ও শাহীন কবির (২২)। তবে মূল হোতা ফাতেমা বেগম (৪৫) পলাতক রয়েছে। ফান্টু ফাতেমার ছেলে।

অভিযানের বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানিয়েছেন র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান।

তিনি জানান, বিরল উপজেলার দামাইল ঝলঝলি পাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী ফাতেমা বেগমের বাড়িতে মঙ্গলবার দুপুরে অভিযান চালায় তারা। এ সময় বাড়ির আঙ্গিনার মাটি খুঁড়ে প্রায় চার কোটি টাকা মূল্যের এক কেজি ৫০৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এছাড়াও দেশীয় অস্ত্র বাটসহ তিন ফুট লম্বা তিনটি বড় ছোরা, একটি চাইনিজ কুড়াল জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন যে মূল হোতা ফাতেমা বেগম (৪৫) পলাতক রয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

তাদের বিরুদ্ধে বিরল থানায় মাদক আইনে একটি এবং অস্ত্র আইনে আরেকটি মামলার করেছে র‌্যাব।

—-ইউএনবি