November 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 10th, 2024, 1:30 pm

দিনাজপুরে পৃথক স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে পৃথক স্থানে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।

সকাল পৌনে ৮টায় দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেছেন বিরলের একটি মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক।

এছাড়াও বিরল উপজেলার কামদেবপুর, কাজীপাড়া, ভারাডাঙ্গী, কাহারোলের মুকুন্দপুর, চিরিরবন্দরের রাবার ড্যাম মসজিদসহ বিভিন্ন স্থানে পৃথকভাবে ঈদের নামাজ আদায় করেছেন প্রায় ২ হাজার পরিবার।

অন্যদিকে, চাঁদ দেখা সাপেক্ষে বড় ঈদগা মাঠ গোর এ শহীদ বড় ময়দানে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় একসঙ্গে ৬ লাখের বেশি মুসল্লির ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা।

—-ইউএনবি