October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 4th, 2023, 7:36 pm

দিনাজপুরে পৃথক স্থানে ২টি ট্রাকে আগুন

বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধের প্রথম দিন রবিবার দিনাজপুরের পৃথক এলাকায় দু’টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার রাত ৯টার দিকে দিনাজপুরের জালিয়াপাড়া এলাকায় খড়বোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদ আলী রানা জানান, দুর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে শনিবার দিবাগত রাতে কাহারোল উপজেলার রামপুর এলাকায় আরেকটি ট্রাকে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দু’টি ঘটনার কোনোটিতে সন্দেহভাজন কাউকে শনাক্ত করতে পারেনি।

—-ইউএনবি