October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 12th, 2022, 1:16 pm

দিল্লিতে আগুন লেগে নিহত ৭

ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে শনিবার ভোরে আগুন লেগে কমপক্ষে সাতজন মারা গেছেন বলে দিল্লি ফায়ার সার্ভিসের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, উত্তর-পূর্ব দিল্লির গোকালপুর গ্রামের কাছে অবস্থিত প্রায় ৬০টি ঘরে আগুন লাগে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনও চলছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট পাঠানো হয়েছে।
দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ ফোনে বলেন, ‘আগুন প্রায় ৬০টি ঘরে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত সাতটি পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়েছে।’

—ইউএনবি