October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 13th, 2022, 8:49 pm

দিল্লিতে ৭২ বছরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

অনলাইন ডেস্ক :

তীব্র দাবদাহে পুড়ছে ভারতের রাজধানী দিল্লিসহ উত্তর-পশ্চিমাঞ্চল। দিল্লিতে ৭২ বছরের মধ্যে এপ্রিলের প্রথমার্ধে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, গত সোমবার ভারতের রাজধানীর তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার তুলনায় যা প্রায় ৮ গুণ বেশি। এদিকে, তাপমাত্রা বেড়ে যাওয়ায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন দিল্লিবাসী। শুধু রাজধানী দিল্লি নয়, ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলও ভুগছে তীব্র দাবদাহে। রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশের অবস্থা সবচেয়ে ভয়াবহ। প্রচন্ড গরমে ব্যাহত হচ্ছে সেখানকার স্বাভাবিক কার্যক্রম। দাবদাহ থেকে বাঁচতে কোথাও কোথাও অফিসের সময়সীমা পরিবর্তন করে সকাল ও সন্ধ্যা করা হয়েছে। তবে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।