October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 5th, 2021, 7:46 pm

‘দি ইমর্টাল অশ্বত্থামা’-র শুটিং বন্ধ

অনলাইন ডেস্ক :

বড় বাজেটের ছবি ‘দি ইমর্টাল অশ্বত্থামা’ ছবির শুটিং বন্ধ হয়ে গেলো। ছবিতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করছিলেন ভিকি কৌশল। বাজেটই শেষ পর্যন্ত এই ছবির শুটিংয়ের পথে বাধা হয়ে দাঁড়াল। ছবির কাজ আটকে যাওয়ায় মন খারাপ নায়ক ভিকির। উরি ছবিতে অভিনয় করার পর সুনাম কুড়িয়েছেন ভিকি ও পরিচালক আদিত্য ধর দু’জনেই। দ্য ইমর্টাল অশ্বত্থামা’ আদিত্যর পরিচালনাতেই তৈরি হচ্ছে। পরিচালকের সঙ্গে ভিকির এটি দ্বিতীয় ছবি। প্রযোজকের নাম রনি স্ক্রুওয়ালা। রনিই নাকি চাইছেন ছবি তৈরির কাজ এখন বন্ধ থাকুক। টিমের কেউই বিষয়টি নিয়ে কথা বলতে চাইছেন না একেবারে। ভিকি যদিও প্রশ্ন উত্থাপন করে বলেছেন ছবি তৈরির ভাল সময় নিশ্চয়ই পাওয়া যাবে। সংবাদ মাধ্যমকে ভিকি বলেছেন, “ছবি তৈরির জন্য আদর্শ সময় পাওয়া যাবে। মন খারাপের থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় সঠিক সময়ে ছবি তৈরি হোক। ছবিটি তৈরি করার জন্য সঠিক সময় বেছে নিতে হবে। সেই সময়ের অপেক্ষায় আছি আমরা।” ২০২১ সালের এপ্রিল মাসে শুটিং শুরু হওয়ার কথা ছিল ‘দ্য ইমর্টাল অশ্বত্থামা’র। কিন্তু করোনা মহামারীর কারণে সেটা আর হয়নি। পিছিয়ে যায় শুটিং। ‘মহাভারত’ মহাকাব্যের অশ্বত্থামার চরিত্রে অভিনয় করার কথা ছিল ভিকির। চরিত্রটির জন্য অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছেন ভিকি। অনেক ধরনের অ্যাকশন শিখেছেন তিনি। শরীর তৈরি করেছেন। ১৬ অক্টোবর মুক্তি পাবে ভিকি অভিনীত ও সুজিত সরকার পরিচালিত ছবি ‘সর্দার উধম’ স্বাধীনতা সংগ্রামী সর্দার উধম সিংয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভিকিকে। সিনেমা হলে নয়, ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মেই।