September 26, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 22nd, 2021, 6:33 pm

দীপংকর দীপনের নতুন সিনেমায় মিম

বিনোদন ডেস্ক :

দেশের প্রথম সাইবার থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘অন্তর্জাল’-এ আগেই যুক্ত হয়েছিলেন সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল। এবার সেই তালিকায় নাম এলো বিদ্যা সিনহা মিমের। ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপনের নতুন এ সিনেমায় তাকে দেখা যাবে আইটি স্পেশালিস্ট হিসেবে। রোববার মিমের সঙ্গে চুক্তি হয়েছে ছবিটির নির্মাণ প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওয়ের। বিষয়টিনিশ্চিত করেছেন নির্মাতা দীপন নিজেই। দীপংকর দীপন বলেন, ‘সাইবার অ্যাটাকের ক্ষেত্রে দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্টের একজন কর্মকর্তা হিসেবে প্রতিনিধিত্ব করবেন বিদ্যা সিনহা মিম। তিনি দেশের বাইরে থেকে প্রযুক্তি ও সাইবার বিষয়ে পড়াশোনা করে আসা এক তরুণী। তবে তার চরিত্রে রয়েছে উত্থান-পতন ও নাটকীয়তা।’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মিম জানান, প্রযুক্তিখাত ও সাইবার দুনিয়ায় নারীদের এগিয়ে আসতে অনুপ্রেরণা তৈরিতে সিনেমাটিতে যুক্ত হয়েছেন তিনি। বলেন, ‘এ ধরনের গল্প ও চরিত্র বাংলা সিনেমায় আগে আসেনি। ছবিতে আমি কাজ করতে পেরে আনন্দিত। তাছাড়া দীপন দা’র সঙ্গে কাজের আগ্রহ অনেকদিনের। সেই ইচ্ছেও পূরণ হতে যাচ্ছে।’ ‘অন্তর্জাল’র গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্যে আছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।