October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 28th, 2022, 7:38 pm

দীপিকাকে খোঁচা মারলেন শার্লিন

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। সাহসী পোশাক পরার জন্য বরাবরই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। খোলামেলা দৃশ্য কিংবা ফটোশুটের জন্য প্রায়ই নেটিজেনদের বিদ্রুপের শিকার হন তিনি। এদিকে বিবস্ত্র ফটোশুটের কারণে কয়েকদিন ধরে আলোচনায় অভিনেতা রণবীর সিং। তবে স্ত্রী দীপিকা পাড়ুকোনের কাছে বিষয়টি স্বাভাবিকই মনে হয়েছে। এমনকি এই অভিনেতা কাছের বন্ধুরাও বাহবা দিচ্ছেন। কিন্তু এক অনুষ্ঠানে ছোট পোশাক পরার জন্য শার্লিন চোপড়াকে নাকি নিচু চোখে দেখেছিলেন দীপিকা। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যম শার্লিন বলেন, ‘সেদিন দীপিকার ওভাবে আমার দিকে তাকানো ভালো লাগেনি। আমার শরীরে তো পোশাক ছিল। তার স্বামীর মতো কোনো শুটে তো আমি বিবস্ত্র হইনি।’ রণবীর সিংয়ের ফটোশুটের পর ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রশ্ন তুলেছিলেন মেয়েরা এরকম ফটোশুট করলে সবাই বিষয়টি কীভাবে নিতেন। ভারতীয় সমাজের এই দ্বিমুখী দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করেছেন শর্লিন। তিনি বলেন, ‘যখন আমি শুট করেছিলাম তখন আমার শরীর পোকা ছেড়ে দেওয়া হবে এমন প্রতিক্রিয়া দেখানো হয়েছিল। তীব্র ধিক্কার জানাচ্ছি।’