November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, June 19th, 2021, 11:46 am

দীর্ঘদিন একা থাকা মারিয়া মিম কি মা হচ্ছেন?

অনলাইন ডেস্ক :

২০১২ সালের ২৪ মে ছোট পর্দার কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করেন কানাডিয়ান প্রবাসী মডেল-অভিনেত্রী মারিয়া মিম। ২০১৩ সালের ২৫ জুন এই দম্পতি ছেলে সন্তানের অভিভাবক হন। কিন্তু টেকেনি তাদের সংসার। ২০১৯ সালে আলাদা হয়ে যান সিদ্দিক ও মিম। এরপর থেকে ছেলেকে নিয়ে মডেল মিম ঢাকায় একাই থাকেন। সিদ্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর তিনি বিয়েও করেননি।

অথচ, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে মারিয়া মিমের অন্তঃস্বত্ত্বা অবস্থার একাধিক ছবি। তা দেখে কানাঘুষা শুরু হয়েছে, মিমের ডিভোর্স হয়েছে দুই বছর। তিনি বিয়েও করেননি। তাহলে মা হচ্ছেন কীভাবে? ঘটনাটা আসলে কী?

এই প্রশ্নের উত্তর মিম নিজেই দিয়েছেন। জানিয়েছেন, বেবি বাম্পের ছবি দেখে ভক্তদের মতো একই প্রশ্ন তার স্পেন প্রবাসী মাও করেছেন। মূল ঘটনা জানিয়ে মিম বলেন, ‘ওটা একটা এলপিজি গ্যাসের বিজ্ঞাপনের স্থিরচিত্র। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন আতাহার আবরার। আশুলিয়ার প্রিয়াঙ্কা পিকনিক গ্রাউন্ড ও শুটিং স্পটে সম্প্রতি এটির কাজ শেষ করেছি।’

এই মডেল-অভিনেত্রী জানান, ‘বেবি বাম্পের ছবিগুলো মজা করে ফেসবুকে ছেড়েছি। এরপর থেকে বন্ধু-বান্ধবসহ শত শত মানুষের মেসেজ ও ফোন কল পাচ্ছি। মাও ফোন দিয়ে রাগ দেখালেন। তবে আমার বিয়ে করা বা আবার মা হওয়ার কোনো ইচ্ছে নেই। আমি একাই থাকতে চাই। একাই জীবনটা উপভোগ করছি। বিজ্ঞাপনের গল্পের কারণে এমন লুক নিতে হয়েছে আমাকে।’