October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 12th, 2023, 3:16 pm

দীর্ঘদিন পর কুলাউড়ায় ৪২ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণ হচ্ছে

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

দীর্ঘদিন পর মৌলভীবাজারের কুলাউড়ায় দৃষ্টিনন্দন একটি শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কুলাউড়া শহরের বঙ্গবন্ধু উদ্যানে জেলা পরিষদের বাস্তবায়নে দৃষ্টিনন্দন এ শহীদ মিনারের নির্মাণকাজ আগামী সপ্তাহে শুরু করা হবে বলে জেলা পরিষদ সূত্রে জানা গেছে।

জানা যায়, কুলাউড়া পৌর শহরের আধুনিক ডাকবাংলোর প্রবেশ মুখে প্রাচীনতম একটি শহীদ মিনার রয়েছে। শহীদ মিনারটি পুরাতন হয়ে যাওয়ায় বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে। শহীদ মিনারটি নির্মিত হলেও রক্ষণাবেক্ষণের অভাবে এটিও এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। শুধু ভাষার মাসে সংস্কার করে ২১ ফেব্রুয়ারিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। দীর্ঘদিন থেকে বৃহৎ আকারে একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণের দাবি উপেক্ষিত ছিল। অবশেষে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমানের আন্তরিক প্রচেষ্ঠায় সেই উপেক্ষিত দাবি এখন আলোর মুখ দেখেছে। শহীদ মিনারের কাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে মৌলভীবাজারের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

এদিকে ১২ জুন দুপুরে শহীদ মিনারের জায়গাটি পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শিরীন আক্তার চৌধুরী মুন্নী, বদরুল আলম সিদ্দিকী নানু, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী শিপন কুমার দাস, সাঁটলিপিকার মলয় দেবনাথ, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস আলম সুমন, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল প্রমুখ।