October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 19th, 2023, 8:30 pm

দীর্ঘ ছয় বছর পর ফিরছেন এই অভিনেত্রী

অনলাইন ডেস্ক :

টিভি নাটকের মানের প্রশ্নেই একাধিক তারকা টিভি নাটক থেকে দূরে সরিয়ে রেখেছেন অনেকদিন। দীর্ঘ ছয় বছর পর টিভি নাটকে কাজ করেননি জ্যোতিকা জ্যোতি। আবারও কাজ শুরু করেছেন। জৌতি বলেন, ‘শুধু সিনেমাই করব এই ভেবে টেলিভিশন নাটক ছেড়েছিলাম। কিন্তু মানসম্মত কাজ আর ইনফ্লুয়েনশাল ইন্ডাস্ট্রির অভাবে কাজের পরিমাণ এতটাই কম যে মানুষ ভাবতে শুরু করেছে আমি অভিনয় ছেড়েই দিয়েছি। কেউ কেউ অবশ্য ইচ্ছাকৃতভাবে এমনটা প্রচারও করে বেড়াচ্ছেন। যাহোক, আমি আছি, হারাইনি, অভিনয়ই আমার পেশা। অনেক দর্শকও জানালেন তাঁরা আমাকে আরও বেশি পর্দায় দেখতে চান। সব ভেবে একটি নাটকে অভিনয়ের সিদ্ধান্ত নিলাম।’ নাটকে অভিনয় প্রসঙ্গে জ্যোতি আরও বলেন, ‘অবশ্য গল্প, চরিত্র, পরিচালক সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে বলেই কাজটা করা। সিনেমার ফাঁকে শিডিউলও মিলে গেছে। ২৬/৫২ পর্বের এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ এক চরিত্র, যা আমার কাছে একদমই নতুন! এমন টাইপের চরিত্রে আমি কখনো অভিনয় করিনি।’ জ্যোতি অভিনীত নাটকটির নাম ‘এপার ওপার’। পারভেজ আমিন পরিচালিত নাটকটি শিগগিরই বিটিভিতে প্রচারিত হবে নাটক ছাড়াও অভিনেত্রী জানিয়েছেন নতুন সিনেমার খবর। তাঁর অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। একটি নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, অন্যটি সাইফুল ইসলামের ‘অনাবৃত’।