November 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 3rd, 2023, 9:15 am

দীর্ঘ ১৩ বছর পর শুরু হচ্ছে আইসিবি এর বহুতল ভবনের নির্মাণকাজ

অনলাইন ডেস্ক :

দীর্ঘ ১৩ বছর ধরে ঝুলে থাকার পর গণপূর্ত অধিদপ্তরের গইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর বহুতল ভবনের নির্মাণকাজ শুরু হচ্ছে । জনাগেছে বর্তমান প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের দৃঢ় পদক্ষেপে এ প্রকল্পটি চালু হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর রাজারবাগস্থিত নিজস্ব জমিতে প্রধান কার্যালয়ের জন্য একটি বহুতল ভবন নির্মাণের জন্য ২০১০ সালে গণপূর্ত অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়।

আইসিবির নিজস্ব ভবন নির্মাণের কাজটি মতিঝিল গণপূর্ত বিভাগের করার কথা থাকলেও বর্তমানে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার ঢাকা গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলামকে অগ্রাধিকার ভিত্তিতে কাজটি দ্রুত বাস্তবায়নের জন্য দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

এর আগে, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) মো. খোরশেদ আলম স্বাক্ষরিত স্মারক নং- ৫প-৪/২০১০(অংশ)/৩৬৩০-সশা-১ তারিখ: ২১ ডিসেম্বর, ২০১০ খ্রি: তারিখে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর বহুতল ভবন নির্মাণ কাজের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাবপত্র মূল্যায়নের জন্য কারিগরি উপ কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে মতিঝিল গণপূর্ত বিভাগ, ঢাকা এর নির্বাহী প্রকৌশলীকে মনোনয়ন দেওয়া হয়।

অবশেষে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন গত ৬ মার্চ, ২০২৩ খ্রি: তারিখে নং: ৫৩.১৩.০০০০.০৫৫.৩৩.০০৩.২৩/৩২২৩ স্মারকে স্বাক্ষরিত আবেদনে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে আইসিবি ভবন নির্মাণ প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়নের নিমিত্তে প্রকল্পের পূর্ত কাজসমূহ সম্পাদনের প্রস্তাবটি অর্থমন্ত্রী অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।