October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 28th, 2021, 7:56 pm

দুই আর্জেন্টাইনের গোলে ইন্টার মিলানের জয়

অনলাইন ডেস্ক :

ইতালিয়ান সিরি’আ লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। শুক্রবার রাতের ম্যাচে হালাস ভেরোনার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে নেরাজ্জুরিরা। এই ম্যাচে আলো ছড়িয়েছেন দুই আর্জেন্টাইন ফুটবলার। আর্জেন্টাইন তারকা হোয়াকিন কোরেয়া ইন্টার মিলানের জার্সিতে অভিষেক ম্যাচটা স্মরণীয় করে রাখলেন। বদলি হিসেবে মাঠে নেমে শেষ মুহূর্তে জোড়া গোল করেছেন তিনি। ম্যাচের ৮৩তম মিনিটে ও যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল দুটি করেন কোরেয়া। ইন্টারের অপর গোলটি করেন আরেক আর্জেন্টাইন তারকা লাওতারো মার্টিনেজ। ৪৭তম মিনিটে সতীর্থের লম্বা পাস থেকে হেডে ভেরোনার জাল খুঁজে নেন তিনি। তবে ম্যাচের শুরুটা ছিল ভেরোনার। ম্যাচের ১৫তম মিনিটে গোল করেন ভেরোনাকে এগিয়ে দিয়েছিলেন ইভান ইলিচ। তবে বিরতির পর তিন গোল দিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় ইন্টার। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সিরি’আর পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ইন্টার। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উদিনেজ। সূত্র : লাইভস্কোরডটকম