September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 5th, 2023, 6:32 pm

দুই বছরের চুক্তিতে রংপুরে সাকিব

অনলাইন ডেস্ক :

কয়দিন আগেই জানা গিয়েছে আগামী বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচনের পরপরই অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। আর আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফট। তার আগে ফরচুন বরিশাল ছেড়ে দুই বছরের চুক্তিতে রংপুর রাইডার্সে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তার দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। সবশেষ অনুষ্ঠিত হওয়া বিপিএল শেষ হওয়ার পরই গুঞ্জন উঠেছিল ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিতে আর থাকছেন না সাকিব আল হাসান।

কেননা সাকিব আর বরিশালের মালিকপক্ষের মধ্যে সম্পর্ক বেশি একটা সুবিধের যাচ্ছিল না। আর এটাই মূলত সাকিবের দল ছাড়ার মূল কারণ। সাকিবের রংপুরে যুক্ত হওয়ার বিষয়ে মল্লিক বলেন, ‘সাকিব বিপিএলে বসুন্ধরার সঙ্গে চুক্তি করেছে। পারস্পরিকভাবে সবকিছুই সম্পন্ন হয়েছে।’ সাকিব ইতিমধ্যেই রংপুরে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন। আর চুক্তি পাকাপাকি করার জন্য অনুমতি চেয়েছেন বিসিবির কাছে।