October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 5th, 2022, 8:04 pm

দুই বছর পর মেহজাবীন-তৌসিফ

অনলাইন ডেস্ক :

সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অনেক অভিনেতার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি। অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে বেশ কিছু কাজ করেছেন মেহজাবীন। বিশেষ করে ‘এপিটাফ’ ও ‘কেন’ নাটকটি দারুণ প্রশংসা কুড়ায়। সর্বশেষ দুই বছর আগে ‘রেহনুমা’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেন তারা। দীর্ঘ বিরতির পর আবারো জুটি বাঁধছেন তারা। তরুণ নির্মাতা মাহমুদুর রহমান হিমি ‘পার্থক্য’ নামে এ নাটকের শুটিং শুরু করেছেন। তৌসিফ মাহবুব বলেনÑ মেহ্জাবীনের সঙ্গে বেশ কিছু ভালো কাজ করেছি। যেগুলো দর্শকরা পছন্দ করেছেন। সর্বশেষ ‘রেহনুমা’ নাটকে একসঙ্গে কাজ করেছিলাম; এটিও চমৎকার একটি কাজ ছিল। দুই বছর পর আবারও একসঙ্গে কাজ করছি। নতুন এ কাজটিও খুব সুন্দর। আমার বিশ্বাস, দর্শকদেরও এটি পছন্দ হবে। বর্তমানে ধানমন্ডিতে নাটকটির দৃশ্যধারণের কাজ চলছে। শুটিং সেট থেকে মেহজাবীন চৌধুরী বলেন, ‘বছরের প্রথম কাজ। বর্তমান ও আজ থেকে ২০ বছর আগের জেনারেশনের সম্পর্কের পার্থক্য এই গল্পে দেখানো হবে। আমার চরিত্রটি দারুণ।’ মেহজাবীন-তৌসিফের জনপ্রিয় ‘এপিটাফ’ ও ‘কেন’ নাটক দুটোই নির্মাণ করেন পরিচালক হিমি। এই নির্মাতা বলেনÑ‘মেহ্জাবীন-তৌসিফ জুটিকে নিয়ে আমার নির্মিত ‘এপিটাফ’ ও ‘কেন’ নাটক দুটি হিট প্রোডাকশন ছিল। তাই নতুন বছরে এই জুটিকে নিয়ে আরও একটি সুন্দর গল্পের কাজ করছি।’ গত মঙ্গলবার রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়। আগামী ভালোবাসা দিবস উপলক্ষে এ নাটক নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক হিমি।