October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 22nd, 2023, 8:22 pm

দুই মাস বন্ধের পর কানাডীয়দের জন্য ই-ভিসা চালু ভারতের

অনলাইন ডেস্ক :

প্রায় দুই মাস বন্ধ থাকার পর ফের কানাডার নাগরিকদের জন্য ই-ভিসা চালু করেছে ভারত। একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। গত ২১ সেপ্টেম্বর থেকে এই ভিসা সেবা বন্ধ ছিল। খালিস্তানি ইস্যু নিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের জেরেই অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত। পার্লামেন্টে দাঁড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ আনেন, দেশটিতে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে ভারতের হাত রয়েছে।

এমনকি, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি বন্ধুরাষ্ট্রের কাছে ভারতের নিন্দা করার আবেদনও জানায় কানাডা। যদিও প্রথম থেকেই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। জানিয়েছে, এহেন অভিযোগ অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত। এর পর থেকে ভারত-কানাডা টানাপোড়েন অব্যাহত। দুই দেশ থেকেই অপর দেশের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ভারত থেকে ৪০ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নেয় কানাডা। এই পরিস্থিতিতে সামনে এল ই-ভিসা চালু হওয়ার গুঞ্জন। যদি সৎিয়ই তা চালু হয়ে থাকে তাহলে হয়তো দুই দেশের সম্পর্কের শৈত্য কাটতে চলেছে বলে মনে করছেন অনেকে।