December 8, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 5th, 2021, 7:44 pm

দুই মিলিয়ন ভিউ ছাড়ালো ‘পুনর্জন্ম ২’

নিজস্ব প্রতিবেদক:

সিক্যুয়ালে নির্মিত যে কোনো নাটক বা সিনেমা আলোচিত হয় না, এমন অভিযোগ দর্শকের পুরনো। প্রথমটি কিস্তি টপকানো প্রোডাকশন খুবই কম দেখা যায়। তবে ব্যতিক্রম দেখালেন নির্মাতা ভিকি জাহেদ। ‘পুনর্জন্ম’র সিক্যুয়াল নির্মাণ করে হাতেনাতে প্রমাণ দিলেন এই তরুণ নির্মাতা। সিক্যুয়াল বানিয়েও হিট করানো যায়। প্রচারের চারদিনের মাথায় ভিকির বানানো নিশো মেহজাবীন অভিনীত ‘পুনর্জন্ম ২’ ইউটিউব থেকে দেখেছেন দুই মিলিয়নের বেশি দর্শক! আত্মবিশ্বাস থেকে নির্মাতা ভিকি পরের কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছেন আগেই। ডার্ক থ্রিলার গল্পে নির্মিত ‘পুনর্জন্ম ২’ দেখে মুগ্ধ দর্শক। বেশীরভাগ দর্শকই ‘পুনর্জন্ম ২’ দেখে ঘোরের মধ্যে পড়ছেন। গল্পের মধ্যে গল্প, একের পর এক টুইস্ট। দর্শকদের মতামত, এমন ঠা-া মাথার গল্প বলতে বরাবরই পটু ভিকি। অনেকেই ‘পুনর্জন্ম ২’কে আন্তর্জাতিকমানের কনটেন্ট বলেছেন। নির্মাণ মুন্সিয়ানা, অভিনয়, গল্পের গাঁথুনি, ইউটিউব ভিউ, রিভিউ সবকিছু মিলিয়ে ‘পুনর্জন্ম ২’-কে হিট বলছেন দর্শক। সেইসঙ্গে নিশো-মেহজাবীনসহ অন্যান্য শিল্পীদের অভিনয়ের তারিফ করছেন। গেল জুলাইতে চ্যানেল আইয়ের উদ্যোগে ‘পুনর্জন্ম’ নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রচারিত নির্মিত ‘পুনর্জন্ম ২’। এতে আফরান নিশো-মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন নওশাবা, শাহেদ আলী, মুকুল সিরাজ প্রমুখ। বিশেষ চমক হিসেবে এতে আরও দেখা গেছে অভিনেতা খায়রুল বাসারকে।