October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 15th, 2022, 8:11 pm

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক :

রিচার্ডসনের বোলিং তোপে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি অস্ট্রেলিয়া। ঘরের মাঠে টানা তৃতীয় জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল অজিরা। ক্যানবেরায় সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরষ্কার জিতেছেন অজি পেসার কেন রিচার্ডসন। মানুকা ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রানে দানুশকা গুনাথিলাকার উইকেট হারায় শ্রীলঙ্কা। একই ওভারে আশালঙ্কাকেও ওয়েডের ক্যাচে রূপান্তরিত করেন রিচার্ডসন। ১১ বলে ৪ রান করে কুশল মেন্ডিস আউট হন অ্যাস্টন অ্যাগারের বলে। পঞ্চম উইকেটে চান্দিমালের সাথে ৪৭ রানের জুটি গড়েন অধিনায়ক শানাকা। ব্যক্তিগত ২৫ রানে চান্দিমাল রিচার্ডসনের শিকার হয়ে সাজঘরে ফিরলে ১২১ এর বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ৩৮ বলে ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত ছিলেন শানাকা। জশ হ্যাজেলউড, ম্যাক্সওয়েল ও অ্যাগার নিয়েছেন ১টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলে ম্যাকডরমেটের উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই থিকশানার বলে আউট হন ম্যাকডরমেট। ব্যক্তিগত ১৩ রানে অ্যাগারকে এলবির ফাঁদে ফেলেন থিকশানা। ৩৯ রান করা ম্যাক্সওয়েলকেও ফেরান তিনিই। তাতে অবশ্য ম্যাচ বাঁচাতে পারেনি সফরকারীরা। ১৯ বল হাতে রেখে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।