October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 28th, 2022, 8:32 pm

দুই সপ্তাহ বন্ধের পর মধ্যপাড়া শিলা খনিতে পাথর উত্তোলন শুরু

ফাইল ছবি

দুই সপ্তাহ বন্ধ থাকার পর বিস্ফোরকের সরবরাহ পাওয়ায় রবিবার থেকে আবারও দিনাজপুরের মধ্যপাড়ায় কঠির শিলা খনিতে পাথর উত্তোলন শুরু হয়েছে। প্রথম দিনে পাঁচ হাজার একশ মেট্রিক টনের মত পাথর তোলা হয়।

বিস্ফোরকের মজুদ ফুরিয়ে যাওয়ায় গত ১২ মার্চ থেকে খনিতে পাথর উত্তোলনের কাজ বন্ধ হয়ে যায়।

মধ্যপাড়া কঠিন শিলা খনির ব্যবস্থাপক (অপারেশন) আবু তালেব ফরাজী জানান, খনি অভ্যন্তরে পাথর ভাঙার কাজে ব্যবহৃত মূল উপাদান এ্যামোনিয়া নাইট্রেড বিস্ফোরক গত শনিবার সন্ধ্যায় প্রথম দফায় থাইল্যান্ড থেকে ৮৮ মেট্রিক বিস্ফোরক খনিতে পৌঁছেছে। পরদিন রবিবার থেকে বেলারুশ ভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া টেস্ট কনসোটিয়াম কোম্পানি (জিটিসি) পাথর উত্তোলন শুরু করেছে।

তিনি জানান, প্রথম দিনে প্রতিষ্ঠানটি ৫ হাজার ১শত মেট্রিক টন পাথর তুলতে পেরেছে। খনিতে দৈনিক পাথর উত্তোলনের ক্যাপাসিটি সাড়ে ৫ হাজার মেট্রিক টন। আবারও পাথর উত্তোলন শুরু হওয়ায় নদীর তীররক্ষা বাঁধ রেলপথসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজে আর কোনো পাথরের সংকট থাকছে না।

—ইউএনবি