September 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 30th, 2021, 6:51 pm

দুটি মেগাধারাবাহিক নিয়ে আসছে দীপ্ত টিভি

অনলাইন ডেস্ক :

ইংরেজি বছরের প্রথমদিনেই একসঙ্গে দুটি মেগাধারাবাহিক নিয়ে আসছে দীপ্ত টিভি। এরমধ্যে একটি থাকছে টার্কিশ ‘জননী জন্মভূমি’র সিজন-টু। অপরটি গ্রামীণ পটভূমির ধারাবাহিক নাটক ‘বকুলপুর’। তারও সিজন-টু এটি। দীপ্ত জানায়, দর্শকদের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে আবার শুরু হতে যাচ্ছে দর্শকনন্দিত ধারাবাহিক নাটক ‘বকুলপুর’। করোনার কারণে শুটিং করতে না পারায় ২০২০ সালে ‘বকুলপুর’-এর প্রচার চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে এর গল্প অসমাপ্ত থেকে গেছে। তার ধারাবাহিকতায় এবার আরও টানটান কাহিনি নিয়ে আসছে। নতুন ধারাবাহিকটিতে অভিনয় করছেন সুজাতা, আজিজুল হাকিম, আ খ ম হাসান, আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, নাবিলা ইসলাম, শামীমা তুষ্টি, ফারজানা ছবি, হোমায়রা হিমু, আহসানুল হক মিনু, মোমেনা চৌধুরী, আইনুন পুতুল, মাহমুদুল ইসলাম মিঠু, ওয়ালিউল হক রুমি, মুকুল সিরাজ, আইরিন আফরোজ, এমিলা হক, তানভীর মাসুদ, ওবিদ রেহান, বিনয় ভদ্র, রিমি করিম, সোমা, টুটুল চৌধুরী, কল্লোল চৌধুরী, বাদশাহ, সঞ্জয় রাজ, আশরাফ কবীর প্রমুখ। আহমেদ শাহবুদ্দীনের রচনায় এটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। ১ জানুয়ারি থেকে (শনি-বৃহস্পতিবার) প্রতিদিন রাত ৮টায় দেখানো হবে এটি। অন্যদিকে, চ্যানেলটির সুপারহিট মেগা সিরিয়াল হিসেবে বিবেচনা করা হয় টার্কিশ ‘জননী জন্মভূমি’। তারই দ্বিতীয় সিজন শুরু হবে। সিজন-টুতেও এর কেন্দ্রীয় চরিত্রে আছেন খালিদ এরগেঞ্চ। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় প্রচারিত হয়েছে তুরস্কের এই টিভি সিরিজটি। জনপ্রিয় হন খালিদ এরগেঞ্চ নিজেও। ১ জানুয়ারি থেকে (শনি-বৃহস্পতিবার) প্রতিদিন সাড়ে রাত ৭টায় দেখানো হবে এটি।