October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 25th, 2021, 1:20 pm

দুবাইয়ে আন্তর্জাতিক সম্মাননা পেলেন বাংলাদেশি শিক্ষক

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক সম্মাননা ‘এক্সেমপ্লারি রিসার্চ অ্যাওয়ার্ডে’ ভূষিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি শিক্ষক জিনাত রেজা খান।

জিনাত রেজা খান দুবাইয়ের ইউনিভার্সিটি অব ওলংগংয়ের সহকারী অধ্যাপক। সেখানে তিনি সাইবার নৈতিকতা ও তথ্যবিজ্ঞান বিষয়ে পড়ান। দুই যুগের বেশি সময় ধরে একাডেমিক নৈতিকতাবিষয়ক গবেষণা ও এর প্রসারের সঙ্গে জড়িত জিনাত।

একাডেমিক নৈতিকতার প্রসারে অনন্য অবদান রাখা শিক্ষক কিংবা গবেষকদের প্রতি বছর এ সম্মাননা প্রদান করে থাকে বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন ইউরোপিয়ান নেটওয়ার্ক ফর একাডেমিক ইন্টেগ্রিটি। বিশ্বের খ্যাতনামা ৩৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এ সংগঠন পরিচালিত হয়।

একাডেমিক ইন্টেগ্রিটি বা একাডেমিক নৈতিকতা হলো শিক্ষাক্ষেত্রে নৈতিকতার শিক্ষা। এটি শিক্ষাজীবনে নৈতিকতার চর্চা শেখায়। পড়াশোনা বা জ্ঞান অর্জনের সময় যেকোনো ধরনের অসদুপায় অবলম্বন করা থেকে নিরুৎসাহিত করে। একই সঙ্গে দায়িত্বশীল নাগরিক হতে সহায়ক ভূমিকা পালন করে।