October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 31st, 2022, 8:06 pm

দুরন্ত টিভিতে দেখা যাবে ‘বোকা ভূত’

অনলাইন ডেস্ক :

দুরন্ত টেলিভিশনে প্রচারিত হতে চলেছে অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘বোকা ভূত’। এই নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে ৩০ সদস্যের এক বিশাল পরিবারকে ঘিরে। এই পরিবারের ছোট ছেলে-মেয়েরা খুব হাসি-আনন্দের মাঝে সময় কাটায়। তারা একটি ক্লাব গঠন করেছে বাড়ির চিলেকোঠার রুমে। ক্লাবের নাম ‘রয়েল বেঙ্গল ডিফেন্স ক্লাব’। ক্লাবের প্রধান কাজ হচ্ছে নানা রকম অভিযানমূলক কাজে অংশগ্রহণ করা। তাদের ঘিরে পরিবারে ঘটতে থাকে মজার মজার কান্ড। নাটকটিতে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, ফারুক আহমেদ, মৌসুমী নাগ, সাবিহা জামান, আশনা হাবিব ভাবনা, আয়নুন পুতুল, শাহরিয়ার সজীব, জামিল হোসেন, রাফী হোসেন, ইকবাল হোসেন, এম আই জুয়েল, ঊর্বশী বন্দনা, মহিবুর রহমান রাহিল, মোহাম্মদ আহনাফ জামান, তাহসান সিদ্দিক, মুহাইমিন রিদোয়ান হাকিম, আমিরা নূর মুসকান, মোহাম্মদ আরিয়ান জামান, ইফতেখার বনি, খায়রুল হুদা খানসহ অনেকে। ‘বোকা ভূত’ নাটকটি প্রচারিত হবে প্রতিদিন দুপুর ১২টায় ও রাত ৮টা ৩০ মিনিটে, শুধু দুরন্ত টিভিতে।