November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 23rd, 2022, 7:28 pm

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘ঈশা খাঁ’

অনলাইন ডেস্ক :

ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। দীর্ঘ বিরতির পর আবারও ফিরেছেন আগের রূপে। সেই সুবাধেই দুর্গাপূজা উপলক্ষে ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘ঈশা খাঁ’। সিনেমাটিতে ঈশা খাঁর চরিত্রে দেখা যাবে অভিনেতা ডিএ তায়েবকে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে অভিনেতা ডিএ তায়েব বলেন, ‘ঈশা খাঁ’ সিনেমার সব কাজ শেষ দিকে। আগামী ৩০ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে মুক্তি দেওয়া হবে। সিনেমাটি প্রযোজনা করছে এসজি প্রোডাকশন। পরিচালক ডায়েল রহমান পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ তৈরি করছেন।‘ঈশা খাঁ’ প্রসঙ্গে অভিনেতা আরও বলেন, মোগল শাসন আমলের সরাইলের জমিদার, ভাটি অঞ্চলের শাসক ও বারো ভূঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈশা খাঁ (ঈশা খাঁ)। তিনি বাংলায় স্বাধীনভাবে জমিদারি স্থাপন করেন। এরপর তৎকালীন গোগল স¤্রাট আকবরকে খাজনা বা কর দিতে অস্বীকৃতি জানান। পরে সেটা নিয়ে একের পর এক সংঘর্ষ বাধে। সেই ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে ‘ঈশা খাঁ’। এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ডিএ তায়েব ও অপু বিশ্বাস। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, ডন, রেবেকা, আনহা তামান্না প্রমুখ।