October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 21st, 2022, 7:40 pm

দুর্ঘটনায় দক্ষিণীর জনপ্রিয় নায়িকার মৃত্যু

অনলাইন ডেস্ক :

তেলেগু ভাষার জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দেশটির হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় এটি ঘটে। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, গত ১৯ মার্চ এ দুর্ঘটনাটি ঘটে। অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। এ নায়িকা ‘ম্যাডাম স্যর ম্যাডাম আন্থে’ ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। জানা যায়, শুক্রবার দোল খেলে বন্ধু রাঠোরের সঙ্গে বাড়ি ফিরছিলেন গায়ত্রী। অভিনেত্রীর বন্ধুই গাড়ি চালাচ্ছিলেন। হায়দরাবাদের গাচিবৌলি অঞ্চলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গায়ত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়। তার বন্ধুকে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। এ ছাড়া এ দুর্ঘটনায় ৩৮ বছর বয়সী এক পথচারী নারী মারা গেছেন। গায়ত্রীর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক নেমে এসেছে। অনেক তারকা এ মর্মান্তিক ঘটনায় সমবেদনা জ্ঞাপন করেছেন। গায়ত্রীর আসল নাম ডলি ডি ক্রুজ। অভিনয়ের পাশাপাশি ইউটিউবার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। তার চ্যানেলের নাম জলসা রায়ুডু।