October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 3rd, 2021, 8:01 pm

দুর্দান্ত জয় পেল আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার মাঠে নেমেই দুর্দান্ত জয় পেল আর্জেন্টিনা। লাতিন আমেরিকার চ্যাম্পিয়নদের মতোই শুরু করেছে মেসির দল। বিশ্বকাপ বাছাইয়ের এবারের রাউন্ড তারা শুরু করলো রীতি মতো গোল উৎসব করে। ১০ জনের ভেনিজুলেয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে তারা। খেলায় দেখা গেছে, লাউতারো মার্তিনেস নিজে একবার লক্ষ্যভেদ করেছেন, বাকি দুটিতেও রেখেছেন অবদান। দুই কোরেয়া- হোয়াকিন ও আনহেলের বেঞ্চ থেকে উঠে এসে পাওয়া গোলে পূর্ণ ৩ পয়েন্ট পেয়েছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ বাছাইয়ে ভোরের ম্যাচে ভেনিজুয়েলার মাঠে আতিথ্য নিয়েছিল আর্জেন্টিনা। সফরকারী হলেও আলবিসেলেস্তেদের খেলায় সেই ছাপ ছিল না। বরং গোটা ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে তারা। অন্যদিকে গোল ঠেকাতে ব্যস্ত থাকতে হয়েছে ভেনিজুয়েলাকে। খেলার ৩২ মিনিট থেকেই ১০ জনের দলে পরিণত হওয়ায় তাদের চ্যালেঞ্জ ছিল আরো বেশি। শেষের দিকে এক গোল শোধ দিলেও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ভেনিজুয়েলাকে। সূত্র: স্পোর্টস্টার