অনলাইন ডেস্ক :
আইসিসির দুর্নীতি বিরোধী আইনের দুটি ধারা ভাঙার অভিযোগ উঠেছে ভারতীয় আম্পায়ার যতিন কাশ্যপের বিরুদ্ধে। ২০২২ সালের আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে যেগুলো সম্পর্কিত। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি সোমবার বিবৃতি দিয়ে বিষয়টি জানায়। অভিযোগের জবাব দিতে গত শুক্রবার থেকে ১৪ দিন সময় আছে যতিনের কাছে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, যতিনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ২০২২ সালে ওমানে অনুষ্ঠিত এশিয়া কাপ বাছাইপর্বের সঙ্গে সংশ্লিষ্ট।
ভারতের স্থানীয় আম্পায়ার যতিন আইসিসির ম্যাচ অফিসিয়ালসের প্যানেলে নেই। ওই বাছাইপর্বের কোনো ম্যাচে দায়িত্বেও ছিলেন না তিনি। তবে আইসিসির তদন্তে তার নাম উঠেছে। সংস্থাটির বিবৃতি অনুযায়ী, দুর্নীতি বিরোধী আইনের ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভেঙেছেন যতিন। একটি অভিযোগ হলো, সম্ভাব্য দুর্নীতির তদন্তে সহায়তা করতে অস্বীকৃতি জানানো বা ব্যর্থ হওয়া। কোনো নথি বা তথ্য চেয়ে দুর্নীতি বিরোধী ইউনিট (এসিইউ) অনুরোধ করলেও সেটি যথাযথ ও সম্পূর্ণভাবে প্রদানে ব্যর্থ হওয়া। আরেকটি হলো, নথি বা তথ্য গোপন, বিকৃত কিংবা নষ্ট করে সম্ভাব্য ঘটিত দুর্নীতির তদন্তে বিলম্ব করানো বা বাধা দেওয়া, যে তথ্য বা নথি দুর্নীতির প্রমাণ হতে পারে অথবা দুর্নীতির প্রমাণের পথ দেখাতে পারে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা