অনলাইন ডেস্ক :
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পাকিস্তান (টিআইপি) শনিবার দেশটিতে একটি জরিপ প্রকাশ করেছে। জরিপে দেশটির কোন প্রতিষ্ঠান কতটুকু দুর্নীতিগ্রস্ত তা উঠে এসেছে। ফলাফল অনুযায়ী সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছে পাকিস্তান পুলিশ। টিআইপি জাতীয় দুর্নীতি সমীক্ষা-২০২৩ অনুযায়ী শীর্ষ তিনটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে বিচার বিভাগও রয়েছে।
বাকি দুটি হলো পুলিশ (দুর্নীতিতে শীর্ষে) ও টেন্ডার এবং ঠিকাদারি বিভাগ। পরের ধাপে রয়েছে দেশটির শিক্ষা, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার, ভূমি প্রশাসন এবং শুল্ক, আবগারি ও আয়কর বিভাগ। প্রতিবেদন অনুযায়ী, পাবলিক সার্ভিসের মধ্যে সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয়েছে পাকিস্তানের বিচার বিভাগে যার পরিমাণ গড়ে সর্বোচ্চ ২৫ হাজার ৮৪৬ রুপি। আর খাইবার পাখতুনখাওয়ার বিচার ব্যবস্থায় কাজের জন্য গড়ে সর্বোচ্চ ঘুষ দেওয়া হয়েছে ১ লক্ষ ৬২ হাজার রুপি।
পাঞ্জাব প্রদেশে একজন নাগরিক গড়ে পুলিশে চাকরির জন্য সর্বোচ্চ ঘুষ দিয়েছেন ২১ হাজার ১৮৬ রুপি। আর বেলুচিস্তানে একজন নাগরিক স্বাস্থ্য সেবার জন্য গড়ে সর্বোচ্চ ঘুষ দিয়েছেন ১ লাখ ৬০ হাজার রুপি। এনসিপিএস ২০২৩ অনুযায়ী জাতীয় পর্যায়ে দুর্নীতির প্রধান কারণ হল মেধার অভাব (৪০ শতাংশ)। প্রাদেশিক স্তরের মধ্যে সিন্ধুতে (৪২ শতাংশ), কেপিতে (৪৩ শতাংশ) ও বেলুচিস্তানে (৪৭ শতাংশ) মেধার অভাবকে দুর্নীতির একটি প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। পাঞ্জাবে (৪৭ শতাংশ) দুর্নীতির প্রধান কারণ হিসেবে ব্যক্তিগত লাভের আশায় আমলাতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যবহারকে দেখানো হয়েছে।
আরও পড়ুন
উত্তর প্রদেশে ভবন ধস, নিহত ১০
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
অর্থসংকটে পিসিবি, বন্ধ হলো নারী ক্রিকেটারদের ভাতা