জেলা প্রতিনিধি, পাবনা:
অধ্যায়নরত ক্যাডেট শিক্ষার্থীদের কুচকাওয়াজসহ মহান বিজয়ের মাস স্মরণে বিষয় ভিত্তিক মিউজিক্যাল ডিসপ্লের ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে সমাপ্ত হলো পাবনা ক্যাডেট কলেজের ৪০তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে পাবনা ক্যাডেট কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরের এমজিও’র শাখা (সমন্বয়) মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির আগমনের পরে তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম সহ শিক্ষকবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি আমন্ত্রীতি অতিথিদের সাথে নিয়ে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে অধ্যায়নরত চৌকস ক্যাডেটদের কুচকাওয়াজের মাধ্যমে প্রধান অতিথিকে সালাম প্রর্দশন করেন। চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে এই আন্তঃহাউজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে সমাপ্ত হয় ১৩ ডিসেম্বর। অনুষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের পরিবার সদস্য সহ স্থানীয় প্রশাসন, শিক্ষক, সাংবাদিক ও সমাজের বিশিষ্ঠ জনেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক সমন্বয়কারী ছিলেন পাবনা ক্যাডেট কলেজের অ্যাডজুটেন্ট মেজর আরমান ইবনে রশীদ।
সমাপনী খেলা ও পুরস্কার বিতরনীতে ২৪৬ পয়েন্ট পেয়ে সিরাজী হাউস চ্যাম্পিয়ান হয়। এছাড়া ২২১ পয়েন্ট পেয়ে ভাসানী হাউস রানার-অপা হয়। ছোটদের দলে ক্যাডেট সাদ ও বড়দের দলে ক্যাডেট তানভীর ব্যাক্তিগত ভাবে শ্রেষ্ঠ ক্রীড়াবিদের মর্যাদা লাভ করেন। এই বছরে একাডেমিক কারিকুলাম ও খেলাধুলায় সার্বিকভাবে চ্যাম্পিয়ান হয় সিরাজী হাউস।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পাবনা ক্যাডেট কলেজ ১৯৮১ সাল থেকে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। অধ্যায়নরত শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি ক্যাডেটদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষে শরীরচর্চা ও খেলাধুলাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন কর্তৃপক্ষ। পাবনা ক্যাডেট কলেজের চৌকস ক্যাডেটরা বছরজুড়ে তাদের ক্রীড়া নৈপুন্য দেখিয়ে আসছেন। আর বছরের এই সময়ে আন্তঃহাউস প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা হয়।
আরও পড়ুন
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
পাবনার মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবিতে সড়ক অবরোধ
বরিশাল বিশ্ববিদ্যালয়-বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১৫৫