শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে। বাংলাদেশের ৬৪টি জেলায় কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এক মাস সিয়াম সাধনার পর পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
আফগানিস্তান, নাইজার ও মালির সঙ্গে মিল রেখে রবিবার চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা ও শমসেরপুর গ্রামের বাসিন্দারা ঈদুল ফিতর উদযাপন করছেন।
সৌদি আরবের (কেএসএ) সিদ্ধান্ত অনুযায়ী চাঁদপুরের আরও ৩৮টি গ্রামে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
ঈদের দিন রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত হবে।
করোনার কারণে দুই বছরের বিরতির পর কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল ১০টায়।
—-ইউএনবি
আরও পড়ুন
জাতীয় সংসদে বিদায়ী অর্থবছরের সম্পূরক বাজেট পাস
একনেকে ১১ হাজার ৩৮৮ কোটি টাকা আনুমানিক ব্যয়সহ ১৮টি প্রকল্প অনুমোদন
চলমান তাপপ্রবাহ ৫-৬ দিন অব্যাহত থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর