November 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 21st, 2022, 8:00 pm

দেখে নিন অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশ দল এবং ম্যাচের সূচি

অনলাইন ডেস্ক :

আগামী ২৫ জুলাই থেকে ভারতের ভুবনেশ্বরে শুরু হবে ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। এই আসরের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলের অধিনায়ক হিসেবে থাকছেন ডিফেন্ডার তানভির হোসাইন। প্রধান কোচ হিসেবে ডাগ আউটে দাঁড়াবেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলি। সহকারী কোচ রাশেদ আহমেদ এবং গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য। এই টুর্নামেন্টে অংশ নিতে আজ শুক্রবার বিকালে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। পাঁচ দলের আসরের ২৫ জুলাই টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ৫ আগস্ট। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। অংশ নিচ্ছে স্বাগতিক ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। একনজরে দেখে নিন বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের ম্যাচসূচি :
২৫ জুলাই : শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২৭ জুলাই : বাংলাদেশ বনাম ভারত
২৯ জুলাই : মালদ্বীপ বনাম বাংলাদেশ
২ আগস্ট : বাংলাদেশ বনাম নেপাল
বাংলাদেশ দল
গোলকিপার : মো. ইমন, মো. আসিফ, শান্ত কুমার রায়। ডিফেন্ডার : তানভির হোসেন, ইমরান খান, আশিকুর রহমান, শাহিন আহমেদ, রাজন হাওলাদার, আজিজুল হক অনন্ত, সিরাজুল ইসলাম রানা। মিডফিল্ডার : সামুয়েল রাকসাম, সজল ত্রিপুরা, নাজমুল হুদা ফয়সাল, আক্কাস আলী, মুজিবুর রহমান জনি, ময়নুল ইসলাম মইন, শহিদুল ইসলাম। ফরোয়ার্ড : নাহিয়ান, মুরশেদ আলী, রফিকুল ইসলাম, সাজেদ হোসেন জুম্মান, পিয়াস আহমেদ নোভা, মিরাজ ইসলাম।