March 30, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 19th, 2023, 8:11 pm

দেশজুড়ে শিল্পকলা একাডেমির চলচ্চিত্র উৎসব শুরু

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশজুড়ে শুরু হয়েছে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩’। ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্পসংস্কৃত ‘- এই স্লোগানকে সামনে রেখে গত শুক্রবার থেকে শুরু হয়েছে এ উৎসব। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করা হয়েছে। ৩ মার্চ এ উৎস শেষ হবে। জানা গেছে, দেশের ৬৪ জেলার দর্শকের জন্য এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উৎসব কমিটির সদস্যরা জানান, দেশের যেসব অঞ্চলে সিনেমা হল সংকট রয়েছে, সেসব এলাকার মানুষ দেশীয় সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন না। তাই সিনেমাপ্রেমীদের চাহিদা পূরণে এই আয়োজন করা হয়েছে। এই উৎসব সবার জন্য উৎসব উন্মুক্ত রাখা হয়েছে। শুধু নিবন্ধনের মাধ্যমে দেশের প্রতিটি শিল্পকলা একাডেমিতে এ উৎসবে সিনেমা দেখার সুযোগ রাখা হয়েছে। চলচ্চিত্র উৎসবের আয়োজকরা বলেন, আমাদের চলচ্চিত্র সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর অংশ হিসেবে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’-এর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটি প্রদর্শন করা হয়েছে। ১৫ দিনব্যাপী আয়োজিত এই উৎসবে আরও প্রদর্শন করা হবে ‘আসিয়া’, ‘জন্মভূমি’, ‘দামাল’, ‘শ্যামল ছায়া’, ‘ফাগুন হাওয়ায়’, ‘পাপ পুণ্য’, ‘বিউটি সার্কাস’, ‘রাত জাগা ফুল’, ‘শিমু’, ‘আলফা’, ‘নয়নমণি’, ‘বেহুলা’, ‘ধীরে বহে মেঘনা’, ‘মুজিব আমার পিতা’, ‘কমলা রকেট’সহ আরও বেশ কিছু সিনেমা। উৎসবে গতকাল শনিবার বেলা ৩টায় প্রদর্শন করা হবে ফতেহ্ লোহানীর সিনেমা ‘আসিয়া’, বিকেল ৫টা ৩০ মিনিটে দেখানো হবে প্রসূন রহমানের চলচ্চিত্র ‘জন্মভূমি’। রাজধানীতে সিনেমা দুটি দেখা যাবে শিল্পকলার জাতীয় চিত্রশালা মিলনায়তনে। একই সময়ে ৬৪টি জেলার শিল্পকলা একডেমিতেও দেখা যাবে সিনেমা দুটি। সিনেমা প্রদর্শন ছাড়াও এ উৎসবে থাকছে চলচ্চিত্রবিষয়ক মতবিনিময় সভা, চলচ্চিত্র আড্ডা, বিষয়ভিত্তিক আলোচনা। উৎসবের শেষ দিন থাকছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।