December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 14th, 2024, 7:23 pm

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে: এফএফডব্লিউসি

দেশের উত্তর-পূর্বাঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

রবিবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ওই অঞ্চলের নিচু এলাকাগুলোর পরিস্থিতির উন্নতি হতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীগুলোর পানির স্তর নামছে। আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত এটি চলমান থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে এফএফডব্লিউসি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে আরও বলা হয়েছে, গঙ্গার পানি আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে পদ্মা নদীর পানি এখন স্থিতিশীল আছে। আগামী ২৪ ঘণ্টা এ অবস্থা বজায় থাকতে পারে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানির স্তর নামছে এবং আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে।

আগামী ৪৮ ঘণ্টায় কুড়িগ্রামের ব্রহ্মপুত্র-যমুনা নদী সংলগ্ন এলাকা, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং কুড়িগ্রাম জেলার দুধকুমার নদী সংলগ্ন কিছু নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের মহানন্দা বাদে বাকি নদ-নদীর পানি কমতে পারে।

আত্রাই নদীর তীরবর্তী সিরাজগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে বলে এফএফডব্লিউসির পূর্বাভাসে জানানো হয়েছে।

—–ইউএনবি