গভীর রাত থেকে শুরু হয়ে সোমবার সকাল ৯টা পর্যন্ত নদী অববাহিকায় এবং তৎসংলগ্ন এলাকায় ঘন কুয়াশা পড়েছে। এর প্রভাবে দেশের অন্য এলাকায় আরও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) তাদের বুলেটিনে জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পঞ্চগড় জেলার তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
—-ইউএনবি
আরও পড়ুন
স্বাধীনতা দিবস উদযাপন করছে জাতি
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এক হালি লেবুর দাম ১০০ টাকা!