চট্টগ্রাম ও রাঙামাটিসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল ৪টা ১৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পটি ১৫-২০ সেকেন্ড স্থায়ী ছিল বলে জানা গেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের ফালাম। রিখটার স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক চার। ভূপৃষ্ঠ থেকে ৫৬.৮ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।
এদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) প্রথমে ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ১ জানিয়েছিল। পরে তা সংশোধন করে ৫ দশমিক ১ জানানো হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
সবজি-ডিমের দাম বেড়েছে, পেঁয়াজের দাম কিছুটা কমেছে
দৌলতদিয়ায় ২ ফেরিঘাট পানির নিচে
সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ওপরে