অনলাইনন ডেস্ক :
চীন থেকে ক্রয়কৃত সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়।
ঢাকা বিমান বন্দরের স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. শাহরিয়ার সাজ্জাদ ইউএনবিকে বলেন, ‘বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চীন থেকে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা নিয়ে রাত ১০টা ৩০ মিনিটের দিকে দেশে অবতরণ করে।’
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবারে (৩০ জুলাই) চীন থেকে মোট ৩০ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসে পৌঁছাবার কথা রয়েছে।
এর আগে গত ১৭ ও ১৮ জুলাই সিনোফার্মের হতে ক্রয়কৃত মোট ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছায়। চীনের সাথে টিকা ক্রয়ের চুক্তির ভিত্তিতে এই ভ্যাকসিনগুলো সংগ্রহ করা হচ্ছে।
আরও পড়ুন
উন্নয়ন পরিকল্পনা গ্রহণের সময় পরিবেশের বিষয় মাথায় রাখতে হবে: প্রধানমন্ত্রী
কপ-২৮: ৫ গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে অন্য দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
বাংলাদেশের রপ্তানিকারকরা সক্রিয়, মার্কিন শ্রম নীতি নিয়ে খুব উদ্বেগ নেই: পররাষ্ট্রমন্ত্রী মোমেন