অনলাইন ডেস্ক :
লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ফুটবলে গ্রুপ পর্বের ম্যাচের পর কার্যত হাভিয়ের কাবরেরার হাতে কাজ নেই। বাংলাদেশের পরের খেলা আগামী বছরের মার্চে। তবে কাজ না থাকলেও প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবে গিয়ে খেলোয়াড়দের নির্দেশনা দিয়েছেন, স্বাধীনতা কাপের খেলা দেখেছেন। আর অপেক্ষায় ছিলেন চুক্তি নবায়নের। নতুন চুক্তি করেই ৩৯ বছর বয়সী কোচ স্পেনে ফিরে গেছেন। সেখানে বড় দিন পালন করবেন। এছাড়া পারিবারিক বিশেষ প্রয়োজনে একটু আগেভাগে চলে গেছেন। আপাতত এই বছরে আর ফিরছেন না কাবরেরা।
জাতীয় সংসদ নির্বাচনের পরই জাতীয় দলের কোচের ঢাকায় ফেরার কথা রয়েছে। নতুন চুক্তিতে কাবরেরা দ্বিগুণ বেতন চেয়েছিলেন। তবে পাচ্ছেন সাড়ে ১৩ হাজার ডলারের মতো। এছাড়া অন্যান্য সুবিধা তো রয়েছেই। দুই বছর ধরে কাবরেরা বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে রয়েছেন। প্রথম বছরে সফল না হলে এই বছরের চিত্র ঘুরে দাঁড়ানোর। দ্বিতীয় দফায় বাংলাদেশের কোচিংয়ের দায়িত্ব নিয়ে সফল কাবরেরা। ৩৯ বছর বয়সী কাবরেরার কোচিংয়ে সব মিলিয়ে ২১ ম্যাচ খেলে বাংলাদেশের জয় ও ড্র সমান ৬টি করে, হার ৯টি।
এর মধ্যে এবছর ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। সেখানে ৫টি জয়ের বিপরীতে চার হার। এছাড়াও রয়েছে চারটি ড্র। সাফ চ্যাম্পিয়নশিপে ২০০৯ সালের পর সেমিফাইনাল কিংবা আফগানিস্তানের মতো দলের বিপক্ষে ড্র হয়েছে। এছাড়া বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে লেবাননের বিপক্ষে ড্রও কম সাফল্য নয়। ২০২৪ সালে আরও কঠিন পরীক্ষা। বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচ রয়েছে। সেখানে আগের চেয়ে ভালো করার চ্যালেঞ্জ।
আরও পড়ুন
ভারত বধ মিশন নিয়ে দেশ ছাড়লো টাইগাররা
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
‘ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে’