October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 30th, 2023, 8:21 pm

দেশে ফিরলেন জামাল

অনলাইন ডেস্ক :

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োর হয়ে অভিষেক ম্যাচে অসাধারণ জয় পায় বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। সেই সুখস্মৃতি নিয়ে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশের উদ্দেশে রওনা হন জামাল। এক দিনের বেশি সময় ভ্রমণ করে অবশেষে দেশের মাটিতে পা রেখেছেন তিনি। বুধবার সকালে আর্জেন্টিনা থেকে ঢাকা এসেছেন জামাল। তবে দেশে ফিরে জাতীয় দলের অনুশীলনে যোগ দেননি তিনি। জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আজ অনুশীলন নেই। রিকভারি সেশন রয়েছে।

জামাল রাত সাড়ে আটটার দিকে ক্যাম্পে উঠবে।’ বিমানবন্দর থেকে নিজের বাসায় কিছুটা সময় বিশ্রাম এরপর রাতে জাতীয় দলের হোটেলে উঠার কথা রয়েছে। আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগে জামালের স্বপ্নের মতো অভিষেক হয়েছে। অভিষেক ম্যাচেই দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গোল করে দলকে জিতিয়েছেন তিনি। ৪ ও ৭ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ শেষে আবার আর্জেন্টিনার লিগে যোগ দেওয়ার কথা রয়েছে তার।