November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 20th, 2022, 8:21 pm

দেশে ফিরে বীরের সম্মান পেলেন এমবাপ্পেরা

অনলাইন ডেস্ক :

২০১৮ সালের বিশ্বকাপ শিরোপা জিতেছিল ফ্রান্স। সেই শিরোপা ধরে রাখার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পেরা। ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ হাতছাড়া করে ফ্রান্স। তবে এমবাপ্পে-গ্রিজমানদের বীরের সম্মানই দিয়েছে ফরাসি সমর্থকরা। ফাইনালের পরদিন সোমবার সন্ধ্যায় প্যারিসে পা রাখে ফ্রান্স ফুটবল দল। হারের পরও এভাবে বরণ করে নেওয়া হবে সেটা হয়তো ভাবতে পারেননি তারাও। ফ্রান্স দলকে বরণ করতে প্লেস দে লা কনকর্দে উপস্থিত ছিলেন প্রায় ৫০ হাজার সমর্থক। আতশবাজির ঝলকানিতে ছেয়ে যায় পুরো এলাকা। তাই সব হতাশা কাটিয়ে এমবাপ্পেরা হোটেল দে ক্রিলিয়নের ব্যালকনি থেকে তাল মেলান সমর্থকদের উদযাপনে। একসঙ্গে বেশ কয়েকটি গানও গেয়ে ওঠেন তারা। নিজ দেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেন, ‘ফ্রান্স পুরুষ ও নারী যতসংখ্যক মানুষ আমাদের সমর্থন দিয়েছে তাদের ধন্যবাদ জানানোটা আমাদের কর্তব্য। তারা প্রচুর শক্তি দিয়েছেন এই ফ্রান্স দলকে। শেষটা নিষ্ঠুর ও বেদনাদায়ক হলেও একসঙ্গে অনুভূতিগুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ও চলাকালীন প্রচুর কঠিনতা সত্ত্বেও আমরা যা কিছু করেছি তা ভুলে যাওয়া উচিত নয়। ’