December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 21st, 2024, 8:44 pm

দোনেৎস্কে বাজারে ইউক্রেনের হামলায় নিহত ১৩ : রুশ কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক :

পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি বাজারে কিয়েভের হামলায় ১৩ জন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছে। আঞ্চলিক প্রধানের বরাত দিয়ে রোববার (২১ জানুয়ারী) এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দোনেৎস্ক অঞ্চলের মস্কো নিযুক্ত প্রধান ডেনিস পুশিলিন টেলিগ্রামে বলেছেন, ‘একটি বাজারে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। রোববার (২১ জানুয়ারী) সবচেয়ে ব্যস্ত সময়ে বাজারটিতে হামলা চালানো হয়।’পুশিলিন জানিয়েছেন, হতাহতদের বিষয়ে এখনো তথ্য খোঁজা হচ্ছে।

এদিকে একটি প্রাথমিক পরিসংখ্যানে দোনেৎস্কের মেয়র আলেক্সি কুলেমজিন এর আগে শহরের উত্তর-পূর্ব দিকে গোলাবর্ষণে আটজনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। এএফপি অনুসারে, মস্কো ২০২২ সালে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলকে সংযুক্ত করার দাবি করেছে। যদিও এই অঞ্চলের ওপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই। এটি সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। দুই বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষই আক্রমণ বাড়িয়েছে। রুশ নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ এর আগে দোনেৎস্কে হামলায় ১ জানুয়ারি রাতে চারজন নিহত এবং সাংবাদিকসহ ১৩ জন আহত হওয়ার কথা জানিয়েছিল। এর এক সপ্তাহ পর মস্কো অর্থোডক্স ক্রিসমাস উদযাপনের আগের দিন ইউক্রেনের গোলাবর্ষণে দুজন নিহত হওয়ার খবর জানায় তারা।