October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 14th, 2021, 8:26 pm

দোহায় আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যাল

অনলাইন ডেস্ক :

কাতারের রাজধানী দোহায় আল বিদা পার্কে চলছে আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি দেখা গেলেও নেই কোনো বাংলাদেশিদের মালিকানাধীন স্টল। এরকম আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশি স্টল না থাকায় হতাশ ফুড ফেস্টিভ্যালে ঘুরতে আসা প্রবাসীরা। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে নানান রকম ইভেন্ট আয়োজনে ব্যস্ত মধ্যপ্রাচ্যের দেশ কাতার। তারই ধারাবাহিকতায় দেশটির রাজধানী দোহা আল বিদা পার্কে চলছে আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যাল। বিদেশি পর্যটকদের আনাগোনা মুখরিত রাতের এ খাবার উৎসব। ফেস্টিভ্যালে প্রবাসীদের উপস্থিতি লক্ষ করা গেলেও নেই কোনো বাংলাদেশি মালিকানাধীন স্টল বা দোকান। এইরকম আন্তর্জাতিক ইভেন্টে প্রবাসী ব্যবসায়ীদের অংশগ্রহণ করা উচিত বলে মনে করেন ঘুরতে আসা প্রবাসীরা। এক প্রবাসী বাংলাদেশি বলেন, বেশ জমজমকের সঙ্গে আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যাল উদযাপিত হচ্ছে। ২০২২ সালে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের আমেজও দেখা যাচ্ছে। ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ ফুড ফেস্টিভ্যাল চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল থেকে মধ্যে রাত পর্যন্ত চলে ভোজনরসিকদের এ আয়োজন।