October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 17th, 2022, 7:38 pm

দ্বিতীয়বার করোনা আক্রান্ত আসাদুজ্জামান নূর

বিখ্যাত অভিনেতা ও আওয়ামী লীগের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর রবিবার দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন।

একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দেয়ার জন্য নমুনা দিলে রবিবার তার পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যগত জটিলতা এড়াতে আসাদুজ্জামান নূরকে সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে নূর প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হন।

আসাদুজ্জামান নূর ২০১৪-১৯ মেয়াদে ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী। তিনি নীলফামারি-২ আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থানীয় কমিটির সদস্য।

হুমায়ুন আহমেদের ধারাবাহিক নাটক ‘কোথায় কেউ নেই’-এ বাকের ভাইয়ের চরিত্রে অভিনয়ের জন্য এ অভিনেতা বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক-২০১৮ লাভ করেন।

—-ইউএনবি