অনলাইন ডেস্ক :
জার্মানির উত্তরে হানোফার শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমার নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়েছে। তার আগে এলাকার প্রায় আট হাজার ১০০ বাসিন্দাকে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছিল। গত রোববার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ এই বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণ ঘটনোর ছবি টুইটারে শেয়ার করেছে দেশটির স্থানীয় ফায়ার সার্ভিস অফিস। এর আগে স্থানীয়দের বাড়ি ছেড়ে যেতে বলা হয়েছিল। কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, তারা ওষুধ এবং বেবিফুডের মতো অত্যন্ত দরকারি জিনিস সঙ্গে নিতে পারবেন। অভিযানের সময় তাদের থাকার জন্য স্থানীয় স্কুলে কেয়ার সেন্টার তৈরি করা হয়েছিল। জার্মানির হানোফার শহরের উত্তর সালক্যাম্প জেলায় সয়েল সাউন্ডিংয়ে এই বোমার সন্ধান পাওয়া গিয়েছিল।
জার্মানিতে এ জাতীয় বোমা বা অস্ত্র আগেও পাওয়া গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষজ্ঞরা এই বোমাগুলো নিষ্ক্রিয় করেন। কিন্তু হানোফারের ক্ষেত্রে এটি আলাদা ছিল। দীর্ঘমেয়াদি ফিউজসহ ৫০০ কিলোগ্রামের বিশাল বোমাটিকে নির্দিষ্ট এলাকায় নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটানোর প্রয়োজন ছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়েছে। এটি একটি জটিল অভিযান ছিল। বাসিন্দাদের নিজের বাড়িতে ফিরে যেতে বলা হয়।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু