September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 7th, 2022, 8:01 pm

দ্বিতীয় টেস্টের জন্য ক্যাচ ধরা শিখতে বললেন ডোনাল্ড

অনলাইন ডেস্ক :

ভালো-খারাপের মধ্য দিয়ে শুরু হওয়া ডারবান টেস্ট শেষ হয়েছে খুবই বাজেভাবে। প্রথম টেস্টে টস জিতে ভুল সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশ সাজাতে ভুল করেছে। ম্যাচে একাধিক ক্যাচ মিস করেছে। আবার ব্যাটিং বিপর্যয়েও পড়েছে। শুক্রবার পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টের আগেও চ্যালেঞ্জের কথা জানালেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ। তার মতে, সেইন্ট জর্জ পার্কে বোলার বিশেষ করে পেসারদের কৌঁসুলি হতে হবে। সাহসী সিদ্ধান্ত নিতে হবে। নতুন কিছু করার চেষ্টা করতে হবে। সঙ্গে ফিল্ডিং নিয়েও কাজ করার পরামর্শ দিয়েছেন সাবেক পেসার ডোনাল্ড। কারণ পোর্ট এলিজাবেথে প্রচ- বাতাস থাকে। বাতাস ঘূর্ণি তোল। উঁচুতে ওঠা ক্যাচ ধরা কঠিন হয়ে যায়, ‘আমরা ফিল্ডিং নিয়ে আলাপ করছি, উপরের ক্যাচ ধরা এবং দ্রুত বলের পজিশনে যাওয়ার বিষয়টি নিয়ে কথা বলছি। উঁচুর বল ধরা এখানে দক্ষতার বিষয়। ঘূর্ণায়মান ক্যাচ ধরার অনুশীলন করছি।’ দক্ষিণ আফ্রিকার ভিন্ন ভিন্ন শহরের কন্ডিশন ভিন্ন ভিন্ন। সেঞ্চুরিয়ানের উইকেট এক ধরনের আচরণ করেছে। জোহানেসবার্গের উইকেট পড়তে পারেনি দল। ডারবানের উইকেট নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল দল। ডোনাল্ডের দেওয়া তথ্য অনুযায়ী, পোর্ট এলিজাবেথের কন্ডিশনও পরীক্ষা নেবে বাংলাদেশ দলের। বিশেষ করে সেখানকার বাতাস। ডোনাল্ড জানান, সেইন্ট জর্জ পার্কে সাড়ে ১২টা থেকে দুটোর মধ্যে বাতাসের তীব্রতা বাড়তে শুরু করে। বিকাল হলেই সেটা ৪০-৪৫ কিলোমিটার বেগে প্রবাহিত হয়। ওই বাতাসের বিপরীতে বোলিং করা, ক্যাচ ধরা কঠিন হবে। ধৈর্য হারা হলে চলবে না বলে পরামর্শ দিয়েছেন পেস বোলিং কোচ ডোনাল্ড।